একদিন ভালোবাসা ফিরবে তাই
লিখেছেন লিখেছেন মামুন ২৬ আগস্ট, ২০১৪, ০১:৩৮:৩২ দুপুর
একদিন ভালোবাসা ফিরবে তাই
--------------------------------
একদিন ভালোবাসা মেঘ হয়ে উড়ে যেতেই
জীর্ণ হৃদয় ভাটির টানে ভেসে ভেসে
মরা নদীর শীর্ণ বাঁকে গিয়ে মুখ লুকায়।
দিন রাত্রিগুলো কেটে যায় একই রকম,
আলো-আঁধারের অনুভূতিহীন-
কেবলি চাপ চাপ কষ্টের ছোঁয়ায় প্রবল যন্ত্রণাকাতর!
এভাবে কেটেছে প্রহরের পর প্রহর।
শেষে একদিন, দূর গাঁয়ের থেকে ভেসে আসা
কোনো সন্ধ্যা আরতির ক্ষীণ সুরের বিষন্নতায়,
বধির হৃদয়ে জেগে উঠা গোপন বাসনারা-
উল্লাসে ফেটে পড়েই বুদবুদ হয়ে মিলায় সুদূরে।
আর একদিন, শ্রাবণ মেঘের ডানায় ভর দিয়ে
সেই হারানো ভালোবাসার ঝরঝর বারিধারা,
হৃদয়ের দু'কূল উপচানো বেদনার স্রোতধারা হয়ে
মরা নদীতে জোয়ার নিয়ে আসায়
ডুবে যায় আশার বালু চর।
আমি এক শঙ্খচিল হই!
খুঁজে ফিরি তটিনীর বুকের
সেই এক চিলতে ডুবো চর।
একদিন ভালোবাসা মেঘের জরায়ু চিরে
আবার আসবে ফিরে এ হৃদয়ে।
সেই প্রতীক্ষায় থেকে থেকে
আমি এক চাতক হই!
যে অনন্ত তৃষ্ণায় শ্রান্ত, ক্লান্ত হয়েও থাকে
এক ফোঁটা ভালোবাসার মেঘ শিশুর বর্ষণের অপেক্ষায়...
বিষয়: সাহিত্য
১০০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন